Free Payoneer Master Card

Free ইন্টারন্যাশনাল পেওনার মাষ্টার কার্ড (Payoneer Master Card) নিয়েনিন ঘরে বসে সাথে $25 বোনাস সহ ... আরো অন্যান টিপস......
 আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন এবং সাথে $25 ডলার বোনাস সহ । Just Sin Up



 Payoneer Master Card আপনার কি কাজে লাগবে সংক্ষেপে বলতে গেলে এটা দিয়ে আপনি অনলাইন শপিং করতে পারবেন, অনলাইন বিল উত্তোলন ও প্রদান করতে পারবেন, অনলাইনে অর্জিত টাকা উত্তোলন করতে পারবেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অর্জিত টাকা উত্তোলন করেতে পারবেন, অনলাইনে মিউজিক সিডি, ল্যাপটপ, সফটওয়্যার, জুয়েলারী, বই, বিভিন্ন গিফট, ডোমেইন, হোস্টিং স্পেসসহ আরো অন্যান্য অনলাইন শপিং এর কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু, সেভেন সার্চ সহ অন্যান্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card যেমন- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার, ম্যাক্সবান্টি, ক্লিকসিওর, ক্লিকব্যাংক, রবোফরেক্স ইত্যাদি এই সকাল সাইট থেকে টাকা এনে আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকের ATM Both সহ পৃথীবির ২০০টির ও বেশি দেশে যে কোন ATM Both থেকে টাকা ($) উত্তোলন করতে পারবেন। বেশি কথা না বলে কাজে চলে যাই....


যারা নতুন Payoneer use করছেন তারা টাকা তুলা নিয়ে অনেক confusion এ আছেন... কোথা থেকে তুলবেন কিভাবে তুলবেন নানাবিধ confusion কাজ করছে তাদের মনে... তাদের জন্য আজকেও আমার একটা ছোট tips.........................
১. Mastercard support করে এমন ATM booth এ যাবেন। Booth এর উপর Mastercard লেখা সম্বলিত logo দেখতে পাবেন (আমি DBBL এবং Standard Bank use করি);
২. $ তুলার জন্য single booth এ যাবেন মানে যে booth এ ১ বা ২ টা machine আছে;
৩. Card ঢুকানোর করার পর balance লিখে Current a/c select করবেন;
৪. নতুনদের জন্য per withdraw তে $3.50 কাটবে (bank charge ও কাটবে) ;
৫. Standard bank থেকে তুললে প্রতি withdraw তে ৪০,০০০ টাকা আর অন্য bank এর বেলায় ২০,০০০ টাকা তুলতে পারবেন;
৬. Payoneer এ bank a/c add করা যায় তাই $200 হলে payoneer থেকে bank এ transfer দিতে পারবেন এতে করে rate ও বেশি পাবেন।











Comments